পটুয়াখালী-৩aluss_ 1
| পটুয়াখালী-৩ | |
|---|---|
| জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা  | |
| জেলা | পটুয়াখালী জেলা | 
| বিভাগ | বরিশাল বিভাগ | 
| নির্বাচকমণ্ডলী | ২,৯৮,৪৯৭ (২০১৮)[১] | 
| বর্তমান নির্বাচনী এলাকা | |
| সৃষ্ট | ১৯৭৩ | 
| দল | বাংলাদেশ আওয়ামী লীগ | 
| বর্তমান সাংসদ | এসএম শাহাজাদা | 
পটুয়াখালী-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি পটুয়াখালী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১১৩নং আসন।
পরিচ্ছেদসমূহ
- ১ সীমানা
 - ২ নির্বাচিত সাংসদ
 - ৩ নির্বাচন
- ৩.১ ২০১০-এর দশকে নির্বাচন
 - ৩.২ ২০০০-এর দশকে নির্বাচন
 - ৩.৩ ১৯৯০-এর দশকে নির্বাচন
 
 - ৪ তথ্যসূত্র
 - ৫ বহিঃসংযোগ
 
সীমানা[সম্পাদনা]
পটুয়াখালী-৩ আসনটি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা, গলাচিপা উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ[সম্পাদনা]
| নির্বাচন | সদস্য | দল | |
|---|---|---|---|
| ১৯৭৩ | হাবিবুর রহমান মিয়া | বাংলাদেশ আওয়ামী লীগ[৩] | |
| ১৯৭৯ | মোয়াজ্জেম হোসেন | বাংলাদেশ জাতীয়তাবাদী দল[৪] | |
| ১৯৮৬ | আনওয়ার হোসেন হাওলাদার | জাতীয় পার্টি[৫] | |
| ১৯৮৮ | মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী | জাতীয় পার্টি[৬] | |
| ১৯৯১ | আ খ ম জাহাঙ্গীর হোসাইন | বাংলাদেশ আওয়ামী লীগ | |
| ফেব্রুয়ারি ১৯৯৬ | শাহজাহান খান | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
| ২০০৮ | গোলাম মাওলা রনি | বাংলাদেশ আওয়ামী লীগ | |
| ২০১৪ | আ খ ম জাহাঙ্গীর হোসাইন | বাংলাদেশ আওয়ামী লীগ | |
| ২০১৮ | এসএম শাহাজাদা | বাংলাদেশ আওয়ামী লীগ | |
নির্বাচন[সম্পাদনা]
২০১০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]
| সাধারণ নির্বাচন ২০১৪: পটুয়াখালী-৩[৭] | |||||
|---|---|---|---|---|---|
| দল | প্রার্থী | ভোট | % | ±% | |
| আওয়ামী লীগ | আ খ ম জাহাঙ্গীর হোসাইন | ১৫৩,৮৪০ | ৯৭.৭ | +৩৬.৭ | |
| বিএনএফ | এওয়াইএম কামরুল ইসলাম | ৩,১০৫ | ২.০ | প্র/না | |
| জেএসডি | মোঃ হাবিবুর রহমান | ৪৮৯ | ০.৩ | প্র/না | |
| সংখ্যাগরিষ্ঠতা | ১৫০,৭৩৫ | ৯৫.৭ | +৬৫.৯ | ||
| ভোটার উপস্থিতি | ১৫৭,৪৩৪ | ৬২.৫ | -২২.৮ | ||
| আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
২০০০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]
| সাধারণ নির্বাচন ২০০৮: পটুয়াখালী-৩[৮][৯] | |||||
|---|---|---|---|---|---|
| দল | প্রার্থী | ভোট | % | ±% | |
| আওয়ামী লীগ | গোলাম মাওলা রনি | ১২০,০১০ | ৬১.০ | +১০.৭ | |
| বিএনপি | শাহজাহান খান | ৬১,৪২৩ | ৩১.২ | -১০.৫ | |
| ইসলামী আন্দোলন | আবু বকর সিদ্দিক | ১৪,৯৭০ | ৭.৬ | প্র/না | |
| গণফোরাম | শাহ আলম ভূঁইয়া | ৪৬৯ | ০.২ | প্র/না | |
| সংখ্যাগরিষ্ঠতা | ৫৮,৫৮৭ | ২৯.৮ | +২১.২ | ||
| ভোটার উপস্থিতি | ১৯৬,৮৭২ | ৮৫.৩ | +২৩.৯ | ||
| আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
| সাধারণ নির্বাচন ২০০১: পটুয়াখালী-৩[১০] | |||||
|---|---|---|---|---|---|
| দল | প্রার্থী | ভোট | % | ±% | |
| আওয়ামী লীগ | আ খ ম জাহাঙ্গীর হোসাইন | ৭৫,১৩৮ | ৫০.৩ | -২.৪ | |
| বিএনপি | শাহজাহান খান | ৬২,৩১০ | ৪১.৭ | +৯.১ | |
| স্বতন্ত্র | এ বারেক ধালি | ৬,১৭৬ | ৪.১ | প্র/না | |
| ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | আনোয়ার হোসেন | ৪,৩৬৬ | ২.৯ | প্র/না | |
| স্বতন্ত্র | সৈয়দ মোঃ হারুন উর রশিদ | ১,০১৩ | ০.৭ | প্র/না | |
| স্বতন্ত্র | মোঃ আবুল বরকত | ২৯৫ | ০.২ | প্র/না | |
| কমিউনিস্ট পার্টি | মোঃ শামসুল হক গাজী | ১৩০ | ০.১ | -০.১ | |
| জেপি (মঞ্জু) | মোঃ মকলেসুর রহমান খান | ২৯ | ০.০ | প্র/না | |
| সংখ্যাগরিষ্ঠতা | ১২,৮২৮ | ৮.৬ | -১১.৫ | ||
| ভোটার উপস্থিতি | ১৪৯,৪৫৭ | ৬১.৪ | -০.২ | ||
| আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
১৯৯০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]
| সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: পটুয়াখালী-৩[১০] | |||||
|---|---|---|---|---|---|
| দল | প্রার্থী | ভোট | % | ±% | |
| আওয়ামী লীগ | আ খ ম জাহাঙ্গীর হোসাইন | ৫০,৬৩৯ | ৫২.৭ | -১.৮ | |
| বিএনপি | শাহজাহান খান | ৩১,২৮১ | ৩২.৬ | +১২.৩ | |
| ইসলামী ঐক্য জোট | মোঃ মহিবুল্লাহ | ৫,৭৫৪ | ৬.০ | প্র/না | |
| জাতীয় পার্টি (এ) | মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী | ৩,৯৭৭ | ৪.১ | -৯.০ | |
| জামায়াতে ইসলামী | আশরাফ আলী খান | ৩,২৫৭ | ৩.৪ | -৭.১ | |
| জাকের পার্টি | মোঃ আজিজুল হক | ৩৮০ | ০.৪ | +০.১ | |
| জেএসডি | মোঃ নিজাম উদ্দিন টং | ২৪৩ | ০.৩ | ০.০ | |
| কমিউনিস্ট পার্টি | শামসুল হক গাজী | ২১২ | ০.২ | প্র/না | |
| গণফোরাম | রফিকুল ইসলাম | ১৯০ | ০.২ | প্র/না | |
| ফ্রিডম পার্টি | আফজাল হোসেন | ১৮০ | ০.২ | +০.১ | |
| সংখ্যাগরিষ্ঠতা | ১৯,৩৫৮ | ২০.১ | -১৪.১ | ||
| ভোটার উপস্থিতি | ৯৬,১১৩ | ৬১.৬ | +২২.৮ | ||
| আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
| সাধারণ নির্বাচন ১৯৯১: পটুয়াখালী-৩[১০] | ||||||
|---|---|---|---|---|---|---|
| দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
| আওয়ামী লীগ | আ খ ম জাহাঙ্গীর হোসাইন | ৫১,৭৫৪ | ৫৪.৫ | |||
| বিএনপি | এ বাতেন | ১৯,২৪৩ | ২০.৩ | |||
| জাতীয় পার্টি (এ) | শাহজাহান ইসলাম | ১২,৪১৬ | ১৩.১ | |||
| জামায়াতে ইসলামী | আশরাফ আলী খান | ৯,৯৫০ | ১০.৫ | |||
| ইসলামী ঐক্য জোট | শাহজাহান পদা | ৯৪৭ | ১.০ | |||
| জেএসডি | এবি সিদ্দিকুর রহমান | ৩০৬ | ০.৩ | |||
| জাকের পার্টি | এ মালেক | ২৭১ | ০.৩ | |||
| ফ্রিডম পার্টি | রফিকুল ইসলাম | ৯৬ | ০.১ | |||
| সংখ্যাগরিষ্ঠতা | ৩২,৫১১ | ৩৪.২ | ||||
| ভোটার উপস্থিতি | ৯৪,৯৮৩ | ৩৮.৮ | ||||
| জাতীয় পার্টি (এ) থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
 - ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
 - ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
 - ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
 - ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
 - ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
 - ↑ "Patuakhali-3"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৬ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
 - ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
 - ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
 - ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
 
বহিঃসংযোগ[সম্পাদনা]
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
 
স্থানাঙ্ক: ২২°১০′ উত্তর ৯০°২৫′ পূর্ব / ২২.১৭° উত্তর ৯০.৪১° পূর্ব